ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস
- সর্বশেষ আপডেট ১১:২১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 57
গাজায় প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে হামাস। তবে সংগঠনটি জানিয়েছে, পরিকল্পনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) হামাস ট্রাম্পের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে। এর আগে ট্রাম্প দলটিকে রোববার (৫ অক্টোবর) পর্যন্ত সময় দিয়েছিলেন মতামত জানাতে।
ট্রাম্পের প্রস্তাবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, অবশিষ্ট ৪৮ ইসরায়েলি বন্দির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, আন্তর্জাতিক সংস্থার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন এবং হামাসের নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়।
হামাস তাদের জবাবে জানিয়েছে, তারা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী সব ইসরায়েলি বন্দিকে বিনিময় চুক্তির আওতায় মুক্তি দিতে সম্মত এবং বিস্তারিত আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় বসতে প্রস্তুত।
সংগঠনটি আরও বলেছে, তারা আরব ও ইসলামিক সমর্থনে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিনিদের হাতে গাজার প্রশাসন হস্তান্তরে প্রস্তুত।’
এই বিবৃতির মাধ্যমে হামাস স্পষ্ট করেছে যে তারা গাজার প্রশাসন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ এর হাতে দিতে রাজি নয়। প্রস্তাব অনুযায়ী এই বোর্ডটি ট্রাম্প ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার নেতৃত্বে পরিচালিত হওয়ার কথা ছিল।
































