ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার আহ্বান পাক সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / 283

ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার আহ্বান পাক সেনাপ্রধানের

ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক সংঘাত এড়াতে ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।

রয়টার্সের বরাতে জানা যায়, বুধবার (১৮ জুন) হোয়াইট হাউসের এক ব্যক্তিগত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে পাক সেনাপ্রধান মুনিরকে আমন্ত্রণ জানান ট্রাম্প। বৈঠকের আগে মুনির ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানান।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, এটি প্রথমবারের মতো যে কোনও সক্রিয় সেনাপ্রধান হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন। এর আগে এমন মর্যাদা রাজনৈতিক নেতা বা সামরিক শাসনের বাইরে থাকা কেউ পায়নি।

বৈঠকের পর ট্রাম্প বলেন, “আমি তার সঙ্গে একমত যে তিনি যুদ্ধে না গিয়ে শান্তির পথ বেছে নিয়েছেন। আমি ভারতীয় প্রধানমন্ত্রী মোদিকেও ধন্যবাদ জানাই, যিনি কিছুদিন আগে এখানে এসেছিলেন।”

তিনি আরও বলেন, “আমি যুদ্ধ থামিয়েছি… আমি পাকিস্তানকে ভালোবাসি। মোদি একজন অসাধারণ মানুষ। গত রাতে তার সঙ্গে কথা বলেছি। আমরা তার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি। তবে আমি পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ থামিয়েছি।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার আহ্বান পাক সেনাপ্রধানের

সর্বশেষ আপডেট ১২:১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক সংঘাত এড়াতে ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।

রয়টার্সের বরাতে জানা যায়, বুধবার (১৮ জুন) হোয়াইট হাউসের এক ব্যক্তিগত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে পাক সেনাপ্রধান মুনিরকে আমন্ত্রণ জানান ট্রাম্প। বৈঠকের আগে মুনির ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানান।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, এটি প্রথমবারের মতো যে কোনও সক্রিয় সেনাপ্রধান হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন। এর আগে এমন মর্যাদা রাজনৈতিক নেতা বা সামরিক শাসনের বাইরে থাকা কেউ পায়নি।

বৈঠকের পর ট্রাম্প বলেন, “আমি তার সঙ্গে একমত যে তিনি যুদ্ধে না গিয়ে শান্তির পথ বেছে নিয়েছেন। আমি ভারতীয় প্রধানমন্ত্রী মোদিকেও ধন্যবাদ জানাই, যিনি কিছুদিন আগে এখানে এসেছিলেন।”

তিনি আরও বলেন, “আমি যুদ্ধ থামিয়েছি… আমি পাকিস্তানকে ভালোবাসি। মোদি একজন অসাধারণ মানুষ। গত রাতে তার সঙ্গে কথা বলেছি। আমরা তার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি। তবে আমি পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ থামিয়েছি।”