ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখালো নেতানিয়াহু, ফের গাজায় হামলা
- সর্বশেষ আপডেট ০৬:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 74
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা। খবর আল-জাজিরার।
জানা গেছে, হামাস সমঝোতায় রাজি হওয়ার পরও ট্রাম্পের বোমাবর্ষণ বন্ধের আহ্বান উপেক্ষা করে গাজায় ব্যাপক বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে ইসরায়েল। হামলায় শনিবার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছেন।
সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল বলেছেন, এটা একটা ভয়াবহ রাত ছিল, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহর ও উপত্যকার অন্যান্য এলাকায় ডজন ডজন বিমান হামলা ও গোলাবর্ষণ চালায়, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছিলেন।
গাজা নগরীর ব্যাপটিস্ট হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, শহরের তুফাহ এলাকায় একটি বাড়িতে হামলায় নিহতদের মধ্যে চারজনের মরদেহ এবং কয়েকজন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে।
খান ইউনিসের নাসের হাসপাতাল জানিয়েছে, বাস্তুচ্যুতদের একটি শিবিরে তাঁবুর ওপর ড্রোন হামলায় দুই শিশু নিহত ও আটজন আহত হয়েছে।
এরআগে, স্থানীয় সময় শুক্রবার হামাস ট্রাম্পের গাজা পরিকল্পনার জবাব দেয়। এতে ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের হাতে শাসন ব্যবস্থা হস্তান্তরে সম্মতি জানায় গোষ্ঠীটি।
































