ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা দুই শিক্ষার্থীসহ নিহত ৩
- সর্বশেষ আপডেট ১১:৫৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / 83
পাবনার সদর উপজেলার পাবনা-নগরবাড়ি মহাসড়কের বাঙ্গাবাড়িয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভ্যানচালক আকরাম হোসেন, পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার এবং পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিক্ষার্থীদের নিয়ে ভ্যানটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পাবনা অভিমুখী বাঁশবোঝাই একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক ও দুই শিক্ষার্থী মারা যান।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।































