ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে চিঠি
- সর্বশেষ আপডেট ০৭:৪৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / 87
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণাকে সামনে রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় সেনা মোতায়েনের জন্য সেনা সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
রোববার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি জানান, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সেনা সদর দপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে সেনা মোতায়েনের অনুরোধ পাঠানো হয়েছে।
এর আগেও রায়ের তারিখ ঘোষণার পর গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে একইভাবে সেনা মোতায়েনের অনুরোধ জানানো হয়, এবং সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় সেনা অবস্থান নেয়।
বর্তমান রাজনৈতিক উত্তেজনা এবং মামলাটির সংবেদনশীলতা বিবেচনায় ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটার শঙ্কা রয়েছে বলে জানায় প্রশাসন। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে ঢাকাসহ চারটি জেলায় বিজিবিও মোতায়েন করা হয়েছে।
এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি আসামি আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এদের মধ্যে সাবেক আইজিপি মামুন আদালতে ‘অ্যাপ্রুভার’ হিসেবে জবানবন্দি দিয়েছেন।




































