শিরোনাম
ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৩:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / 49
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগের মুখে পড়ার পর লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনাল সম্পর্কে দেওয়া বক্তব্যের কারণে আইনগত জটিলতা তৈরি হওয়ায় ফজলুর রহমান লিখিতভাবে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন।
তিনি আরও জানান, আগামী সোমবার (৮ ডিসেম্বর) এ বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।































