টেকনাফ পাহাড়ে আটকা নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার
- সর্বশেষ আপডেট ০৫:৩২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 118
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ সময় দু’জন মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া ও দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের জন্য পাচারকারীরা টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় নারী-শিশুসহ কয়েকজনকে আটকে রেখেছিল। এ তথ্য পেয়ে শুক্রবার ভোরে কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে ১৮ নারী, ১২ পুরুষ ও ৮ শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করে।
ভুক্তভোগীদের বরাত দিয়ে তিনি জানান, পাচারকারীরা মুক্তিপণ আদায় ও বিদেশে পাচারের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তাদের পাহাড়ি আস্তানায় আটকে রেখে নির্যাতন চালাচ্ছিল।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, মানবপাচারসহ যেকোনো অবৈধ কার্যক্রম রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



































