ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ (কক্সবাজার)
  • সর্বশেষ আপডেট ০৯:২০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 117

টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ জমির উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সঙ্গে থাকা আরেক মাদক কারবারি পালিয়ে যায়।

বৃহস্পতিবার (সেপ্টেম্বর) টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নূর ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের খারাইঙ্গাঘোনা এলাকার মৃত আইয়ুব আলী ও হাসিনা বেগমের ছেলে জমির উদ্দিন (২৫) এ ঘটনায় জড়িত।

ওসি জানান, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কাটাখালী পশ্চিমপাড়া গোলাম আকবর মেম্বারের গ্যারেজের সামনে স্থাপিত চেকপোস্টে ডিউটি চলাকালীন হোয়াইক্যংয়ের দিকে থেকে আসা একটি মোটরসাইকেল থেমে থাকে। সন্দেহজনক আচরণ দেখে পুলিশ মোটরসাইকেলের দিকে এগোলে চালক ও আরোহী মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। পুলিশের তৎপরতায় জমির উদ্দিনকে আটক করা সম্ভব হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জমির উদ্দিন এলোমেলো বক্তব্য দেয়। পরে জানায়, মোটরসাইকেল নিয়ে ইয়াবা নিয়ে পালংখালী এলাকার দিকে যাচ্ছিল তারা।

পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে মোটরসাইকেলের হুকের মধ্য থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এই ঘটনায় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ওসি বলেন, “গ্রেপ্তার আসামিকে কড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় প্রেরণ করা হয়েছে, এবং পালিয়ে যাওয়া অন্য মাদক কারবারিকে ধরার জন্য অভিযান চলছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৯:২০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ জমির উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সঙ্গে থাকা আরেক মাদক কারবারি পালিয়ে যায়।

বৃহস্পতিবার (সেপ্টেম্বর) টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নূর ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের খারাইঙ্গাঘোনা এলাকার মৃত আইয়ুব আলী ও হাসিনা বেগমের ছেলে জমির উদ্দিন (২৫) এ ঘটনায় জড়িত।

ওসি জানান, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কাটাখালী পশ্চিমপাড়া গোলাম আকবর মেম্বারের গ্যারেজের সামনে স্থাপিত চেকপোস্টে ডিউটি চলাকালীন হোয়াইক্যংয়ের দিকে থেকে আসা একটি মোটরসাইকেল থেমে থাকে। সন্দেহজনক আচরণ দেখে পুলিশ মোটরসাইকেলের দিকে এগোলে চালক ও আরোহী মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। পুলিশের তৎপরতায় জমির উদ্দিনকে আটক করা সম্ভব হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জমির উদ্দিন এলোমেলো বক্তব্য দেয়। পরে জানায়, মোটরসাইকেল নিয়ে ইয়াবা নিয়ে পালংখালী এলাকার দিকে যাচ্ছিল তারা।

পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে মোটরসাইকেলের হুকের মধ্য থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এই ঘটনায় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ওসি বলেন, “গ্রেপ্তার আসামিকে কড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় প্রেরণ করা হয়েছে, এবং পালিয়ে যাওয়া অন্য মাদক কারবারিকে ধরার জন্য অভিযান চলছে।”