উদ্ধার বিপুল অস্ত্র
টেকনাফের গহীন পাহাড়ে ডাকাতদের আস্তানায় অভিযান
- সর্বশেষ আপডেট ০১:১৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / 145
কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে ডাকাত দলের একটি আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে ৬৪ বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি জানান, উখিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে স্বশস্ত্র ডাকাত দলের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর, মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর ও হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল টেকনাফের হ্নীলা রঙ্গীখালী গহীন পাহাড়ে চিরুনি অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের আস্তানা ছেড়ে গহীন বনে পালিয়ে যায়।
এরপর টহল দলটি আস্তানাটি ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় ডাকাতদের ফেলে যাওয়া লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে:
১টি বিদেশি রিভলভার, ২১ রাউন্ড রিভলভারের গুলি, ১টি একনলা গাদা বন্দুক (লং ব্যারেল), ৩ রাউন্ড বন্দুকের ছরাগুলি, ৫টি খালি খোসা, ১টি এলজি গান, ১টি ওয়ান শুটার পিস্তল, ১৪ রাউন্ড রাইফেলের গুলি, ১টি লং বডি ক্রিচ, ২টি লম্বা রামদা।
অধিনায়ক আরও জানান, রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে মাদক চোরাকারবারী, ডাকাত, অপহরণকারী ও গুমকারীরা দীর্ঘদিন ধরে আস্তানা গেড়ে থাকে। এসব অপরাধী গহীন বনাঞ্চলকে নিরাপদ আবাস হিসেবে ব্যবহার করে আসছে।
তিনি বলেন, বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় উদ্ধারকৃত মালিকবিহীন অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি অজ্ঞাত আসামিদের শনাক্তে বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।



































