টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে, সঙ্গী নামিবিয়া
- সর্বশেষ আপডেট ০৩:৩৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 67
শেষ আসরের ব্যর্থতা কাটিয়ে আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। আফ্রিকার বাছাইপর্বে স্বাগতিকরা সেমিফাইনালে কেনিয়াকে সহজেই হারিয়ে মূলপর্বে নাম লিখিয়েছে। একই দিনে নামিবিয়াও নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট।
হারারেতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে কেনিয়া প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১২২ রান। জিম্বাবুয়ের বোলাররা শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রিত বোলিং করেন। পেসার ব্লেসিং মুজারাবানি ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ২ উইকেট। জবাবে ব্যাট হাতে দারুণ ঝড় তোলেন ওপেনার ব্রায়ান বেনেট। তার ২৫ বলে ৫১ রানের ইনিংস (৮ চার ও ২ ছক্কা) জয়ের ভিত গড়ে দেয়। শেষ পর্যন্ত মাত্র ৩ উইকেট হারিয়েই এবং ৩০ বল হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে জিম্বাবুয়ে। ম্যাচসেরার পুরস্কারও যায় বেনেটের ঝুলিতে।
এ নিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলবে জিম্বাবুয়ে। তবে গত আসরে তারা জায়গা করে নিতে পারেনি; বাছাইয়ে নামিবিয়া ও উগান্ডার পেছনে থেকে বাদ পড়েছিল দলটি। এবার সিকান্দার রাজার নেতৃত্বে জয় পেয়ে আবারও বড় মঞ্চে ফিরল তারা। অপরদিকে ২০০৭ সালের পর থেকে আর মূলপর্বে উঠতে পারল না কেনিয়া।
দিনের প্রথম সেমিফাইনালে নামিবিয়া মুখোমুখি হয় তানজানিয়ার। টসে হেরে ব্যাট করতে নেমে তারা তোলে ১৭৪ রান। জবাবে তানজানিয়া থামে ৮ উইকেটে ১১১ রানে। ফলে ৬৩ রানের জয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করল নামিবিয়া। ২০২১ সালে অভিষেকেই তারা পৌঁছে গিয়েছিল সুপার টুয়েলভে, যদিও পরের দুই আসরে গ্রুপপর্বের গণ্ডি পেরোতে পারেনি।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ফেব্রুয়ারি-মার্চে বসবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। জিম্বাবুয়ে ও নামিবিয়াসহ এখন পর্যন্ত ১৭টি দল নিশ্চিত হয়েছে। বাকি তিনটি দল আসবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্ব থেকে।































