ঢাকা ১১:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে মোস্তাফিজের অনন্য রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১২:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 90

মোস্তাফিজুর রহমান

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন একটি মাইলফলক ছুঁয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৪ ওভারে ৪০ রান দিয়ে উইকেটহীন থাকলেও সাতটি ডট বল ফেলে তিনি ইতিহাস গড়েন। এই ম্যাচের সঙ্গে তার ডট বলের সংগ্রহ এখন ১,১৪২টি, যা ১২০ ইনিংসে তার বলের ৪৩.৬৫ শতাংশ।

এই রেকর্ডের ফলে মোস্তাফিজ নিউজিল্যান্ডের টিম সাউদকে (১,১৩৮) পেছনে ফেলেছেন। তালিকার তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান (১,০৭৮), এরপর ইংল্যান্ডের আদিল রশিদ (৯৮৮) ও আফগানিস্তানের রশিদ খান (৯৮৪)।

যদিও রশিদ খান সর্বোচ্চ উইকেটশিকারী ও কম ইকোনমির বোলার, মোস্তাফিজ ১৫২ উইকেট নিয়ে এফেক্টিভ বোলিং প্রদর্শন করছেন। বাংলাদেশের অন্য পেসার তাসকিন আহমেদও ৮৩৮টি ডট বল করে রয়েছেন, যার ডট রেট ৪৭.৭৪ শতাংশ।

মোস্তাফিজের ধারাবাহিক কাটার ম্যাজিক হয়তো কমলেও, ‘ডট বলের রাজা’ হিসেবে তার দক্ষতা ও বিশ্বস্ততা এখনও অটুট।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টি-টোয়েন্টিতে মোস্তাফিজের অনন্য রেকর্ড

সর্বশেষ আপডেট ০৮:১২:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন একটি মাইলফলক ছুঁয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৪ ওভারে ৪০ রান দিয়ে উইকেটহীন থাকলেও সাতটি ডট বল ফেলে তিনি ইতিহাস গড়েন। এই ম্যাচের সঙ্গে তার ডট বলের সংগ্রহ এখন ১,১৪২টি, যা ১২০ ইনিংসে তার বলের ৪৩.৬৫ শতাংশ।

এই রেকর্ডের ফলে মোস্তাফিজ নিউজিল্যান্ডের টিম সাউদকে (১,১৩৮) পেছনে ফেলেছেন। তালিকার তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান (১,০৭৮), এরপর ইংল্যান্ডের আদিল রশিদ (৯৮৮) ও আফগানিস্তানের রশিদ খান (৯৮৪)।

যদিও রশিদ খান সর্বোচ্চ উইকেটশিকারী ও কম ইকোনমির বোলার, মোস্তাফিজ ১৫২ উইকেট নিয়ে এফেক্টিভ বোলিং প্রদর্শন করছেন। বাংলাদেশের অন্য পেসার তাসকিন আহমেদও ৮৩৮টি ডট বল করে রয়েছেন, যার ডট রেট ৪৭.৭৪ শতাংশ।

মোস্তাফিজের ধারাবাহিক কাটার ম্যাজিক হয়তো কমলেও, ‘ডট বলের রাজা’ হিসেবে তার দক্ষতা ও বিশ্বস্ততা এখনও অটুট।