ঢাকা ১০:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
জানালেন প্রেস সচিব

টিউলিপের চিঠি পাননি প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • / 553

শফিকুল আলম-টিউলিপ সিদ্দিক (ফাইল ফটো)

যুক্তরাজ্যের সাবেক ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিকের পাঠানো কোনো চিঠি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দপ্তরে পৌঁছায়নি বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (৮ জুন) বিকেলে এ বিষয়ে গণমাধ্যমকে তিনি জানান, “আমরা টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি পাইনি। ৫ জুন থেকে আমরা ছুটিতে আছি।”

এর মধ্যেই আজ ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত এক প্রতিবেদন বলছে, যুক্তরাজ্যে অবস্থানরত টিউলিপ সিদ্দিক অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চান এবং তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে “ভুল বোঝাবুঝি” দূর করতে চাচ্ছেন। এজন্য তিনি ইউনূসের আসন্ন লন্ডন সফরে সাক্ষাতের অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন বলে দাবি করেছে গার্ডিয়ান।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশে অতিরিক্ত সুযোগ-সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে টিউলিপের বিরুদ্ধে। ২০২৪ সালের আগস্টে গণআন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর তিনি ভারত আশ্রয় নেন এবং বর্তমানে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে বাংলাদেশে। টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ভাগ্নি।

যদিও ২০২৪ সালের শেষদিকে যুক্তরাজ্যের মন্ত্রী পর্যায়ের মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনেস তাঁর বিরুদ্ধে অভিযোগ থেকে অব্যাহতি দিলেও, টিউলিপ নিজ থেকেই পদত্যাগ করেন। তিনি জানান, এই বিতর্ক লেবার পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের জন্য অস্বস্তিকর হয়ে উঠতে পারে।

সম্প্রতি যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল সম্পদ জব্দ করেছে, যা শেখ হাসিনার ঘনিষ্ঠ দুই ব্যক্তির নামে ছিল।

এদিকে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস আগামীকাল সোমবার (৯ জুন) লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এই সফরে তাঁকে ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে “কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হবে। এছাড়া তিনি আন্তর্জাতিক নীতিনির্ধারক প্রতিষ্ঠান চ্যাথাম হাউসে এক আলোচনাসভায় অংশ নেবেন এবং ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

তিনি আগামী ১৪ জুন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জানালেন প্রেস সচিব

টিউলিপের চিঠি পাননি প্রধান উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৮:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫

যুক্তরাজ্যের সাবেক ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিকের পাঠানো কোনো চিঠি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দপ্তরে পৌঁছায়নি বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (৮ জুন) বিকেলে এ বিষয়ে গণমাধ্যমকে তিনি জানান, “আমরা টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি পাইনি। ৫ জুন থেকে আমরা ছুটিতে আছি।”

এর মধ্যেই আজ ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত এক প্রতিবেদন বলছে, যুক্তরাজ্যে অবস্থানরত টিউলিপ সিদ্দিক অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চান এবং তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে “ভুল বোঝাবুঝি” দূর করতে চাচ্ছেন। এজন্য তিনি ইউনূসের আসন্ন লন্ডন সফরে সাক্ষাতের অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন বলে দাবি করেছে গার্ডিয়ান।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশে অতিরিক্ত সুযোগ-সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে টিউলিপের বিরুদ্ধে। ২০২৪ সালের আগস্টে গণআন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর তিনি ভারত আশ্রয় নেন এবং বর্তমানে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে বাংলাদেশে। টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ভাগ্নি।

যদিও ২০২৪ সালের শেষদিকে যুক্তরাজ্যের মন্ত্রী পর্যায়ের মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনেস তাঁর বিরুদ্ধে অভিযোগ থেকে অব্যাহতি দিলেও, টিউলিপ নিজ থেকেই পদত্যাগ করেন। তিনি জানান, এই বিতর্ক লেবার পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের জন্য অস্বস্তিকর হয়ে উঠতে পারে।

সম্প্রতি যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল সম্পদ জব্দ করেছে, যা শেখ হাসিনার ঘনিষ্ঠ দুই ব্যক্তির নামে ছিল।

এদিকে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস আগামীকাল সোমবার (৯ জুন) লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এই সফরে তাঁকে ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে “কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হবে। এছাড়া তিনি আন্তর্জাতিক নীতিনির্ধারক প্রতিষ্ঠান চ্যাথাম হাউসে এক আলোচনাসভায় অংশ নেবেন এবং ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

তিনি আগামী ১৪ জুন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।