টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল কানাডা
- সর্বশেষ আপডেট ০৩:৩৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / 165
২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মতো জায়গা নিশ্চিত করেছে কানাডা। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংক্ষিপ্ত সংস্করণের এই আসরটি যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা।
আমেরিকান অঞ্চলের কোয়ালিফায়ার রাউন্ডে টানা পাঁচ ম্যাচ জিতে বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে যায় কানাডা। শেষ ম্যাচে বাহামাকে মাত্র ৫৭ রানে অলআউট করে মাত্র ৫.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলটি। ম্যাচে ১৪ বলে অপরাজিত ৩৬ রান করে দাপুটে ইনিংস খেলেন দিলপ্রীত বাজওয়া।
নিকোলাস কার্টনের নেতৃত্বে দুর্দান্ত ফর্মে ছিল কানাডা। প্রথম ম্যাচে বারমুডার বিপক্ষে ১১০ রানে জয় দিয়ে অভিযান শুরু করে তারা। এরপর কেম্যান দ্বীপপুঞ্জের বিপক্ষে ৫৯ রানের জয় এবং বাহামার বিপক্ষে প্রথম দেখায় ১০ উইকেটের সহজ জয় তুলে নেয়।
এই সাফল্যের মধ্য দিয়ে কানাডা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাওয়া ১১তম দল হিসেবে নাম লেখায়। এর আগে কোয়ালিফাই করা দলগুলো হলো—ভারত (আয়োজক), শ্রীলঙ্কা (আয়োজক), আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং পাকিস্তান।
বিশ্বকাপের বাকি সাতটি দল নির্ধারিত হবে আঞ্চলিক কোয়ালিফায়ার থেকে—ইউরোপ থেকে ২টি, আফ্রিকা থেকে ২টি এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ৩টি দল টিকিট পাবে।
































