টাঙ্গুয়ার হাওরে ৫ পর্যটকের কারাদণ্ড
- সর্বশেষ আপডেট ১২:৩২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 312
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গাঁজা সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে পাঁচ পর্যটককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ জুন) রাতে মধ্যনগর উপজেলার বাজার সংলগ্ন একটি হাউসবোটে মাদক সেবনের সময় তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—তাহসিন আহমেদ, ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, নাসির হোসাইন ও আহমেদ মাহফুজ।
ইউএনও উজ্জ্বল রায় জানান, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং অভিযোগের সত্যতা পাই। অভিযুক্তরা নিজেদের ছাত্র পরিচয় দিয়ে দুঃখ প্রকাশ করে। পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।”
তিনি আরও বলেন, “হাওর এলাকায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”































