ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গুয়ার হাওরের যে এলাকায় হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১১:০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 362

টাঙ্গুয়ার হাওর

সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২২ জুন) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (রুটিন দায়িত্বে জেলা প্রশাসক) মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তির মূল বক্তব্যে বলা হয়, টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় হাউসবোট প্রবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এছাড়া জেলার অন্যান্য পর্যটন স্পট ভ্রমণের ক্ষেত্রেও জেলা প্রশাসনের জারি করা নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, “টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কেউ যদি নির্দেশনা অমান্য করেন, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।”

টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি ও পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকা। পর্যটনের চাপ, শব্দদূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার অভাব এর জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে বলে পরিবেশবিদরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছিলেন।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টাঙ্গুয়ার হাওরের যে এলাকায় হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা

সর্বশেষ আপডেট ১১:০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২২ জুন) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (রুটিন দায়িত্বে জেলা প্রশাসক) মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তির মূল বক্তব্যে বলা হয়, টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় হাউসবোট প্রবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এছাড়া জেলার অন্যান্য পর্যটন স্পট ভ্রমণের ক্ষেত্রেও জেলা প্রশাসনের জারি করা নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, “টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কেউ যদি নির্দেশনা অমান্য করেন, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।”

টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি ও পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকা। পর্যটনের চাপ, শব্দদূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার অভাব এর জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে বলে পরিবেশবিদরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছিলেন।