ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ট্রেন থেকে নামিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সর্বশেষ আপডেট ০৮:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 200

টাঙ্গাইল রেলস্টেশনে এক নারী যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে, শহরের ঘারিন্দা রেলস্টেশন এলাকার পাশে।

শনিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো ঘারিন্দার সজিব, দুলাল ও সিএনজিচালক নুপুর। গ্রেপ্তারের পর তাদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়।

ভুক্তভোগী নারী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, শুক্রবার রাতে তিনি ভুলক্রমে উত্তরবঙ্গগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন। পরে টাঙ্গাইলে নেমে যান এবং কর্তব্যরত পুলিশের সহায়তায় ঢাকামুখী ট্রেনে ওঠেন।

কিন্তু ঠিক সেই সময় অভিযুক্ত তিন যুবক কৌশলে তাকে আবার ট্রেন থেকে নামিয়ে রেলস্টেশন সংলগ্ন একটি কাঠ বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে সিএনজিচালক নুপুরের বাসায় নিয়ে দ্বিতীয় দফায় ধর্ষণ করা হয়।

পরদিন সকালে ওই নারী টাঙ্গাইল রেলস্টেশনে গিয়ে পুরো ঘটনার বিবরণ দেন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।

রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সদস্য ইসমাইল হোসেন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ জানান, ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টাঙ্গাইলে ট্রেন থেকে নামিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

সর্বশেষ আপডেট ০৮:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

টাঙ্গাইল রেলস্টেশনে এক নারী যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে, শহরের ঘারিন্দা রেলস্টেশন এলাকার পাশে।

শনিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো ঘারিন্দার সজিব, দুলাল ও সিএনজিচালক নুপুর। গ্রেপ্তারের পর তাদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়।

ভুক্তভোগী নারী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, শুক্রবার রাতে তিনি ভুলক্রমে উত্তরবঙ্গগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন। পরে টাঙ্গাইলে নেমে যান এবং কর্তব্যরত পুলিশের সহায়তায় ঢাকামুখী ট্রেনে ওঠেন।

কিন্তু ঠিক সেই সময় অভিযুক্ত তিন যুবক কৌশলে তাকে আবার ট্রেন থেকে নামিয়ে রেলস্টেশন সংলগ্ন একটি কাঠ বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে সিএনজিচালক নুপুরের বাসায় নিয়ে দ্বিতীয় দফায় ধর্ষণ করা হয়।

পরদিন সকালে ওই নারী টাঙ্গাইল রেলস্টেশনে গিয়ে পুরো ঘটনার বিবরণ দেন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।

রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সদস্য ইসমাইল হোসেন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ জানান, ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।