টাঙ্গাইলে চোর অপবাদ দিয়ে পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা
- সর্বশেষ আপডেট ১২:৫৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 81
টাঙ্গাইলের মির্জাপুরে চোর অপবাদ দিয়ে পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মির্জাপুর থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মহেড়া ইউনিয়নের গ্রামনাহালি গ্রামে এই ঘটনা ঘটে। শুক্রবার (২৮ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মহেড়া ইউনিয়নের গ্রামনাহালি গ্রামের রমজান আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩৬) এবং তার চাচাতো ভাই সিদ্দিকুর রহমানের ছেলে ইয়ামিন ইসলাম (৩০)।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, রাশেদুল ইসলাম প্রবাসে থাকাকালীন সময়ে তার স্ত্রী নিশি বেগমের সঙ্গে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাজিমারা গ্রামের আব্দুল মতিনের ছেলে হাসমত উল্লাহ হাসুর (৩০) পরকীয়া সম্পর্ক স্থাপিত হয়। হাসু টাঙ্গাইল সদরে আইএফআইসি ব্যাংকে কর্মরত ছিলেন। দেশে ফেরার পরও হাসু বিভিন্ন কৌশলে নিশি বেগমের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করে।
রাশেদুলের স্ত্রী পরিকল্পনা অনুযায়ী হাসুকে বাড়িতে আসতে বলে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে হাসু দেখা করতে আসলে রাশেদুল ইসলাম ও ইয়ামিন ইসলাম তাকে চোর সন্দেহে আটক করে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। রাত প্রায় ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ রাতেই রাশেদুল ও ইয়ামিনকে গ্রেপ্তার করে। হাসুর ভাই রহমত উল্লাহ রাশেদুল, নিশি বেগমসহ ছয়জনকে আসামি করে অজ্ঞাতনামা ৪-৫ জনকে অভিযুক্ত করে মামলা করেছেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান আছে।

































