ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টাইগারদের নির্বাচক প্যানেলের সদস্য হলেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 82

হাসিবুল হোসেন শান্ত

বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলে যোগ দিয়েছেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। তিনি সম্প্রতি হান্নান সরকারের পদত্যাগের পর গঠিত দুই সদস্যের প্যানেলে তৃতীয় সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। এ সিদ্ধান্ত শনিবার (২০ সেপ্টেম্বর) বিসিবির জরুরি সভায় নেওয়া হয়েছে।

এখন থেকে সাবেক এই তারকা পেসার জাতীয় দলের স্কোয়াড গঠনের কাজে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করবেন।

এদিকে, নারী ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পেয়েছেন সালমা খাতুন। বিসিবির বোর্ড সভায় তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী ১ অক্টোবর থেকে নারী দলের নির্বাচক হিসেবে কাজ শুরু করবেন। বিসিবি কত দিনের চুক্তিতে নিয়োগ দিয়েছে, তা প্রকাশ করেনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টাইগারদের নির্বাচক প্যানেলের সদস্য হলেন শান্ত

সর্বশেষ আপডেট ০৮:০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলে যোগ দিয়েছেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। তিনি সম্প্রতি হান্নান সরকারের পদত্যাগের পর গঠিত দুই সদস্যের প্যানেলে তৃতীয় সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। এ সিদ্ধান্ত শনিবার (২০ সেপ্টেম্বর) বিসিবির জরুরি সভায় নেওয়া হয়েছে।

এখন থেকে সাবেক এই তারকা পেসার জাতীয় দলের স্কোয়াড গঠনের কাজে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করবেন।

এদিকে, নারী ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পেয়েছেন সালমা খাতুন। বিসিবির বোর্ড সভায় তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী ১ অক্টোবর থেকে নারী দলের নির্বাচক হিসেবে কাজ শুরু করবেন। বিসিবি কত দিনের চুক্তিতে নিয়োগ দিয়েছে, তা প্রকাশ করেনি।