ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই

টসে হেরে ব্যাটিংয়ে টাইগ্রেসরা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৫৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 298

নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই মিশনের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় থাই অধিনায়ক নেরুমল চাইওয়াই।

এর আগে পাকিস্তানে দুটি প্রস্তুতি ম্যাচে দারুণ জয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে নিগার সুলতানার দল। তাই প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসী লাল সবুজের মেয়েরা।

নারী চ্যাম্পিয়নশিপে সপ্তম থেকে দশম স্থানে থাকায় বাছাই পর্বে খেলবে পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। এছাড়া র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ড ও থাইল্যান্ডও বাছাই পর্ব খেলবে।

নিগার সুলতানার অধিনায়কত্বে বাংলাদেশ একাদশে আছেন, ফারজানা হক, শারমিন আকতার, সোবহানা মোস্তারি, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আকতার, জান্নাতুল ফেরদৌস ও মারুফা আকতার।

১৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী দল।

এরপর ১৫ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয়, ১৭ এপ্রিল লাহোর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের চতুর্থ এবং ১৯ এপ্রিল লাহোরে পাকিস্তানের বিপক্ষে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচ খেলবে টাইগ্রেসরা

এর আগে মঙ্গলবার বাছাইপর্বের মূল পর্বের আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামেন নিগার সুলতানা জ্যোতিরা। ওই ম্যাচে ১৬৭ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশের বাঘিনীরা।

বাংলাদেশ নারী দল শুরুতে ব্যাট করে ২ বল থাকতে ২৭৬ রান তোলে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৭০ রানের ইনিংস খেলেন। ওপেনার ফারজানা হক ৫০ রান করে রিটায়ার্ড আউট হন। জান্নাতুল ফেরদৌস ৪৬ রানের হার না মানা ইনিংস খেলেন।

জবাব দিতে নেমে ৩৯.১ ওভারে ১০৯ রানে অলআউট হয় পাকিস্তান ‘এ’ দল। দলটির হয়ে দুয়া মাজিদ ৩২, উম্মে হানি ২৬ রান করেন। বাংলাদেশ নারী দলের রাবেয়া ৭ রানে ২টি ও মারুফা ৮ রানে ২ উইকেট নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই

টসে হেরে ব্যাটিংয়ে টাইগ্রেসরা

সর্বশেষ আপডেট ১০:৫৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই মিশনের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় থাই অধিনায়ক নেরুমল চাইওয়াই।

এর আগে পাকিস্তানে দুটি প্রস্তুতি ম্যাচে দারুণ জয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে নিগার সুলতানার দল। তাই প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসী লাল সবুজের মেয়েরা।

নারী চ্যাম্পিয়নশিপে সপ্তম থেকে দশম স্থানে থাকায় বাছাই পর্বে খেলবে পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। এছাড়া র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ড ও থাইল্যান্ডও বাছাই পর্ব খেলবে।

নিগার সুলতানার অধিনায়কত্বে বাংলাদেশ একাদশে আছেন, ফারজানা হক, শারমিন আকতার, সোবহানা মোস্তারি, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আকতার, জান্নাতুল ফেরদৌস ও মারুফা আকতার।

১৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী দল।

এরপর ১৫ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয়, ১৭ এপ্রিল লাহোর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের চতুর্থ এবং ১৯ এপ্রিল লাহোরে পাকিস্তানের বিপক্ষে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচ খেলবে টাইগ্রেসরা

এর আগে মঙ্গলবার বাছাইপর্বের মূল পর্বের আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামেন নিগার সুলতানা জ্যোতিরা। ওই ম্যাচে ১৬৭ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশের বাঘিনীরা।

বাংলাদেশ নারী দল শুরুতে ব্যাট করে ২ বল থাকতে ২৭৬ রান তোলে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৭০ রানের ইনিংস খেলেন। ওপেনার ফারজানা হক ৫০ রান করে রিটায়ার্ড আউট হন। জান্নাতুল ফেরদৌস ৪৬ রানের হার না মানা ইনিংস খেলেন।

জবাব দিতে নেমে ৩৯.১ ওভারে ১০৯ রানে অলআউট হয় পাকিস্তান ‘এ’ দল। দলটির হয়ে দুয়া মাজিদ ৩২, উম্মে হানি ২৬ রান করেন। বাংলাদেশ নারী দলের রাবেয়া ৭ রানে ২টি ও মারুফা ৮ রানে ২ উইকেট নেন।