ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গী জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী (গাজীপুর)
  • সর্বশেষ আপডেট ০৫:১৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 99

টঙ্গী জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে চলমান পাঁচ দিনের জোড় ইজতেমায় আরও একজন মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমা শুরুর পর দুই দিনে মোট তিনজন মুসল্লির মৃত্যুর ঘটনা ঘটল।

শনিবার (২৯ নভেম্বর) ভোরে স্ট্রোক করে মারা যান আশরাফ আলী (৬০) নামে একজন মুসল্লি। তাবলিগ জামাত বাংলাদেশ শুরা–ই নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামালপুর সদরের কেন্দুয়া গ্রামের বাসিন্দা আশরাফ আলী শুক্রবার রাতেই সঙ্গীদের সঙ্গে নির্ধারিত খিত্তায় অবস্থান করছিলেন। রাতে ঘুমিয়ে পড়ার পর সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে সঙ্গীরা তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে সেখানে মৃত ঘোষণা করেন।

গত শুক্রবার থেকে শুরু হওয়া এই জোড় ইজতেমা আগামী ২ ডিসেম্বর শেষ হওয়ার কথা। আয়োজকদের হিসাব অনুযায়ী, দেশের ৬৪ জেলা থেকে প্রায় দুই লাখ মুসল্লি এবারের ইজতেমায় অংশ নিচ্ছেন। এছাড়া পাকিস্তান, ভারত, কিরগিজস্তান, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, ইয়েমেন, চীন, সৌদি আরব, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ ১৯টি দেশের প্রায় ৭০০ বিদেশি অতিথিও উপস্থিত আছেন।

বিদেশি অংশগ্রহণকারীদের জন্য ভাষা সহায়তা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টঙ্গী জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

সর্বশেষ আপডেট ০৫:১৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে চলমান পাঁচ দিনের জোড় ইজতেমায় আরও একজন মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমা শুরুর পর দুই দিনে মোট তিনজন মুসল্লির মৃত্যুর ঘটনা ঘটল।

শনিবার (২৯ নভেম্বর) ভোরে স্ট্রোক করে মারা যান আশরাফ আলী (৬০) নামে একজন মুসল্লি। তাবলিগ জামাত বাংলাদেশ শুরা–ই নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামালপুর সদরের কেন্দুয়া গ্রামের বাসিন্দা আশরাফ আলী শুক্রবার রাতেই সঙ্গীদের সঙ্গে নির্ধারিত খিত্তায় অবস্থান করছিলেন। রাতে ঘুমিয়ে পড়ার পর সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে সঙ্গীরা তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে সেখানে মৃত ঘোষণা করেন।

গত শুক্রবার থেকে শুরু হওয়া এই জোড় ইজতেমা আগামী ২ ডিসেম্বর শেষ হওয়ার কথা। আয়োজকদের হিসাব অনুযায়ী, দেশের ৬৪ জেলা থেকে প্রায় দুই লাখ মুসল্লি এবারের ইজতেমায় অংশ নিচ্ছেন। এছাড়া পাকিস্তান, ভারত, কিরগিজস্তান, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, ইয়েমেন, চীন, সৌদি আরব, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ ১৯টি দেশের প্রায় ৭০০ বিদেশি অতিথিও উপস্থিত আছেন।

বিদেশি অংশগ্রহণকারীদের জন্য ভাষা সহায়তা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।