টঙ্গীর কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুনা গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ১১:৫১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 88
গাজীপুরের টঙ্গীতে অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছেন কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুনা। রবিবার রাত ৯টার দিকে টঙ্গীর কেরানিরটেক বস্তি থেকে তাকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন এবং ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রুনা টঙ্গীর বিভিন্ন এলাকায় হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ মাদকের ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রুনার মাদক সিন্ডিকেটের কারণে অসংখ্য তরুণ মাদকের ফাঁদে পড়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, “রুনা টঙ্গী অঞ্চলের কুখ্যাত মাদক ব্যবসায়ী। কিছুদিন যাবত তাকে ধরার চেষ্টা চলছিল। অবশেষে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া হেরোইন ও ইয়াবা জব্দ করা হয়েছে। রুনার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।”
ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে টঙ্গীতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



































