টঙ্গীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৮:১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 78
গাজীপুরের টঙ্গী ফ্লাইওভারে চালক রঞ্জু খা হত্যার মামলার পলাতক আসামি অর্জুন পাল (৪৩) রাজধানীতে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। র্যাব-১ জানিয়েছে, সোমবার (১১ নভেম্বর) বিকেল ৬টার দিকে ভাটারা থানা এলাকা থেকে তাকে ধরা হয়েছে।
নিহত রঞ্জু খা যমুনা ফিউচার পার্কের জিএম-এর ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। চলতি বছরের ১৭ মে গভীর রাতে অফিস শেষে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার সময় টঙ্গী ফ্লাইওভারে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের স্ত্রী ফারজানা আক্তার হেনা টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন তদন্তের পরও মামলার কোনো ক্লু না মেলায় র্যাবের গোয়েন্দা তথ্যের মাধ্যমে অর্জুন পালের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
গ্রেপ্তারের পর র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্জুন পাল হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।



































