শিরোনাম
টঙ্গীতে প্রাইভেটকার থেকে বিপুল ফেনসিডিল জব্দ
নিজস্ব প্রতিনিধি, টঙ্গি
- সর্বশেষ আপডেট ০৯:৫৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / 117
গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর রাতে টঙ্গীর আউচপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের কার্যালয়ের পেছনে ফেলে যাওয়া একটি প্রাইভেটকার থেকে এসব মাদক জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদে তারা এলাকায় তল্লাশি চালায়। এ সময় পরিত্যক্ত গাড়িটি সন্দেহ হলে তা খোলা হয়। পরে বিশেষভাবে লুকানো অবস্থায় গাড়ির ভেতর থেকে ৬৪২ বোতল ফেনসিডিল বের করা হয়। মাদকগুলো ব্যাগডালায় ভরে রাখা ছিল।
পুলিশের ধারণা, উদ্ধারকৃত ফেনসিডিলের বাজারমূল্য প্রায় ১৯ লাখ টাকার বেশি।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, “মাদকবিরোধী অভিযানের ধারাবাহিক অংশ হিসেবে এই ফেনসিডিল জব্দ করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
































