টঙ্গীতে দুই চোর গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- সর্বশেষ আপডেট ০৯:১৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / 83
গাজীপুরের টঙ্গীতে ভিভিদ ওয়্যার ড্রয়িং লিমিটেড নামের এক প্রতিষ্ঠানের স্টোররুমে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার মহেশপুর নতুনবাজার কান্দাপাড়া এলাকার মো. মিলন (২৫) এবং জামালপুরের বকশীগঞ্জ উপজেলার শেখেরচর এলাকার মো. আসাদুজ্জামান (৪০)।
পুলিশ জানায়, গত ৩০ আগস্ট রাত ২টার দিকে মুখ ঢাকা অবস্থায় এক ব্যক্তি ফ্যাক্টরির টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে স্টোররুমের দেয়াল টপকে বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া পণ্যের মধ্যে ছিল ওয়্যার ড্রইং ড্রাই ৩০ পিস, বিভিন্ন আকারের ইলেকট্রিক ক্যাবল, হ্যামারড্রিল মেশিন ও কপার বারসহ প্রায় ২ লাখ ৪১ হাজার টাকার মালামাল।
পরদিন সকালে স্টোর ম্যানেজার ঘটনাস্থলে গিয়ে এলোমেলো অবস্থা দেখতে পান এবং ম্যানেজমেন্টকে জানান। পরে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চুরির বিষয়টি নিশ্চিত করা হয়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা করা হয়।
তদন্তে পুলিশ প্রথমে মিলনকে টঙ্গীর গোপালপুর এলাকা থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে জানায়, চুরি করা মালামাল বিক্রি করেছে তার পরিচিত আসাদুজ্জামানের কাছে। এরপর পুলিশ কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঢেলাপী এলাকায় অভিযান চালিয়ে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে।
তার কাছ থেকে ওয়্যার ড্রইং ড্রাই ৩০ পিসসহ আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, “গ্রেপ্তার হওয়া দুজনই সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে। মামলার মূল রহস্য উদ্ঘাটন ও অবশিষ্ট মালামাল উদ্ধারের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।”
































