শিরোনাম
টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী (গাজীপুর)
- সর্বশেষ আপডেট ০২:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 82
গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুদাম থেকে হঠাৎ ঘন কালো ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা আগুন নেভাতে ছুটে যান। তবে অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানিয়েছেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।


































