শাওনের বিরুদ্ধে ২০ মামলা
টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন আটক
- সর্বশেষ আপডেট ১০:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 87
গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনা ঘটেছে বুধবার দিবাগত রাতে হিমারদিঘীর হকের মোড় এলাকায়।
আটককৃতরা হলেন; কামরুজ্জামান খন্দকার শাওন (৩৫), ইসমাইল হোসেন (২৫), জব্বার খাঁ ওরফে জয় (২৮) এবং হযরত আলী (২০)।
পুলিশ জানিয়েছে, হিমারদিঘীর হকের মোড়ে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) এস এম মেহেদীর নেতৃত্বে টঙ্গী পূর্ব থানার যৌথ ফোর্স রাত পৌনে ১টার দিকে অভিযান চালায়। এসময় চারজনকে আটক করা হয়, যদিও আরও ৮-১০ জন সহযোগী পালিয়ে যায়। আটককৃতদের হেফাজত থেকে একটি সুইচগিয়ার ও তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে কামরুজ্জামান খন্দকার শাওনের বিরুদ্ধে টঙ্গী পূর্ব, পশ্চিম ও গাছা থানায় ২০টি মামলা রয়েছে।”
































