টঙ্গীতে জমি দখল ও চাঁদা দাবি, ব্যবসায়ীর অভিযোগ
- সর্বশেষ আপডেট ১২:৩৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 443
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার সাতাইশ মধ্যপাড়া এলাকায় জমি দখল এবং চাঁদা দাবিকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় এক ব্যবসায়ীর মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দিয়েছে একটি চক্র।
ভুক্তভোগী মোঃ সাত্তার খান জানান, তিনি দীর্ঘদিন ধরে তাঁর চার শতাংশ জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু হঠাৎ করে ১১ জুলাই দুপুরে এলাকারই কয়েকজন—আব্দুর রশিদ, সাজিদ, সাগর, মোজাম্মেল লস্কর, শান্ত, বজলুর রহমান, দিন আমীন, জোবায়ের, রিয়াদ, জোনায়েদ ও মোবারেকসহ একদল লোক—তাঁর কাছে দশ লাখ টাকা দাবি করে।
সাত্তার খান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং জমির মূল গেটের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেয়। এতে করে ওই জমিতে তাঁর প্রবেশাধিকার বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, পুরো ঘটনার নেপথ্যে রয়েছেন স্থানীয় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা মোজাম্মেল লস্কর, যিনি আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে দাপট দেখিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

































