ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী (গাজীপুর)
  • সর্বশেষ আপডেট ০৭:৩৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / 217

টঙ্গীতে অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত এক অটোরিকশাচালককে। অভিযানে দেশীয় অস্ত্র, অবিস্ফোরিত ককটেল ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

টঙ্গী পূর্ব থানার পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুন রাতে হিমারদীঘি এলাকার মা টাওয়ার সংলগ্ন সড়ক থেকে অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– ব্রাহ্মণবাড়িয়ার মোঃ তপন মিয়া (৩২), নরসিংদীর মোঃ নাদিম (২৯), মাদারীপুরের রাশেদুল ইসলাম রাসেল (২২), বরিশালের মোঃ নকিব (১৯) ও মোঃ রিফাত (১৯)।

পুলিশ জানায়, এ চক্রটি জনৈক সুমন মিয়া (৪৭) নামের এক অটোরিকশাচালকের যানটি ভাড়া নেওয়ার কথা বলে কৌশলে অপহরণ করে। পরে তাকে হিমারদীঘি এলাকার হকের মোড় সংলগ্ন আইয়ুব মাতব্বরের বাড়ির পাশে এক রিকশার গ্যারেজে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ওই সময় সুমনের কাছ থেকে ১৭,২০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয় এবং তার মোবাইল থেকে পরিবারের সদস্যদের ফোন করে ভয়ভীতি দেখিয়ে আরও টাকা দাবি করে অপহরণকারীরা।

গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার এসআই (নিঃ) আবু হাশেম ও তার নেতৃত্বে পুলিশের একটি দল রাত ২টার দিকে অভিযান পরিচালনা করে। অভিযানে ভিকটিমকে জীবিত উদ্ধার এবং অপহরণকারী পাঁচজনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র, একটি অবিস্ফোরিত ককটেল ও চাঁদাবাজিতে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, “ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপতারে অভিযান অব্যাহত রয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টঙ্গীতে অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৭:৩৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত এক অটোরিকশাচালককে। অভিযানে দেশীয় অস্ত্র, অবিস্ফোরিত ককটেল ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

টঙ্গী পূর্ব থানার পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুন রাতে হিমারদীঘি এলাকার মা টাওয়ার সংলগ্ন সড়ক থেকে অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– ব্রাহ্মণবাড়িয়ার মোঃ তপন মিয়া (৩২), নরসিংদীর মোঃ নাদিম (২৯), মাদারীপুরের রাশেদুল ইসলাম রাসেল (২২), বরিশালের মোঃ নকিব (১৯) ও মোঃ রিফাত (১৯)।

পুলিশ জানায়, এ চক্রটি জনৈক সুমন মিয়া (৪৭) নামের এক অটোরিকশাচালকের যানটি ভাড়া নেওয়ার কথা বলে কৌশলে অপহরণ করে। পরে তাকে হিমারদীঘি এলাকার হকের মোড় সংলগ্ন আইয়ুব মাতব্বরের বাড়ির পাশে এক রিকশার গ্যারেজে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ওই সময় সুমনের কাছ থেকে ১৭,২০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয় এবং তার মোবাইল থেকে পরিবারের সদস্যদের ফোন করে ভয়ভীতি দেখিয়ে আরও টাকা দাবি করে অপহরণকারীরা।

গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার এসআই (নিঃ) আবু হাশেম ও তার নেতৃত্বে পুলিশের একটি দল রাত ২টার দিকে অভিযান পরিচালনা করে। অভিযানে ভিকটিমকে জীবিত উদ্ধার এবং অপহরণকারী পাঁচজনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র, একটি অবিস্ফোরিত ককটেল ও চাঁদাবাজিতে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, “ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপতারে অভিযান অব্যাহত রয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”