ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের জন্য প্রায় ৭২ কোটি টাকা বরাদ্দ
- সর্বশেষ আপডেট ০৯:৫৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / 31
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সরকার দেশের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ভোটের সুষ্ঠুতা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যে কোনো ধরনের অনিয়মের আগাম সতর্কতা নেওয়া সম্ভব হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারী) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম সভার পর অনুষ্ঠিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
আজাদ মজুমদার বলেন, দেশের প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ইতিমধ্যেই ৬ হাজার ৫৫২ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এবার ২১ হাজার ৯৪৬টি অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নতুন ক্যামেরা বসানো হবে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ছয়টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ তালিকার বাইরে থাকা ভোটকেন্দ্রগুলিতে স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন এবং জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে সিসিটিভি স্থাপন করা হবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। গাজীপুর জেলা এই প্রক্রিয়ায় এগিয়ে রয়েছে; ৯৩৫টি কেন্দ্রে ৪৪৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে এবং এর বেশিরভাগে সিসিটিভি স্থাপন সম্পন্ন হয়েছে। বাকি কেন্দ্রেও আগামী ৩১ জানুয়ারির মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
প্রতি ভোটকেন্দ্রের জন্য বিদ্যুৎ সংযোগের বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশে মোট ২৯৯টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই; এসব কেন্দ্রে সৌর বিদ্যুৎ সরবরাহ এবং প্রয়োজনে জেনারেটরের মাধ্যমে ভোটের দিন বিদ্যুৎ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে সরকার ভোটারদের আস্থা বৃদ্ধি এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট।
































