ঝিলবুনিয়া দরবার শরীফে শুরু হয়েছে বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিল
- সর্বশেষ আপডেট ০৭:৩৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / 287
বাগেরহাটের মোড়েলগঞ্জে ঝিলবুনিয়া দরবার শরীফে শুরু হয়েছে তিনদিন ব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে ছারছিনা শরীফের মরহুম পীর সাহেব বাহারে শরীয়াত মুজাদ্দিদে যামান কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ:) এর স্মরণে এই ইছালে ছওয়াব মাহফিল শুরু হয়েছে। মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাশরীক আনবেন ফুরফুরা গদ্দীনশীল পীর আলহাজ্ব হযরত মাওলানা শায়খুল হাদীস আবুবকর আব্দুল হাই মিসকাত সিদ্দিকী।
এছাড়া মাহফিলে অন্যান্য বিশিষ্ট ওলামায়ে কেরামগন উপস্থিত থেকে ওয়াজ নসিহত করবেন। রোববার (১৩ এপ্রিল) বাদ ইশরাক আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে মাহফিল। ঝিলবুনিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও পরিচালক পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সুফী মুহাম্মদ আব্দুর রহমান খান এই আখেরী মোনাজাত পরিচালনা করবেন বলে ঝিলবুনিয়া দরবার শরীফ সুত্র জানিয়ে।


































