ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে রাজমিস্ত্রির হেলপারের দুই পা ভাঙলো প্রতিপক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
  • সর্বশেষ আপডেট ১২:৩০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 138

ঝিনাইদহে রাজমিস্ত্রির হেলপারের দুই পা ভাঙলো প্রতিপক্ষ

ঝিনাইদহে মাদক বিক্রেতা সাফি মিয়ার ছেলে রবির সঙ্গে বিবাদের জেরে ইউনুস মণ্ডল (৪৫) নামে এক রাজমিস্ত্রির হেলপারকে কুপিয়ে ও পিটিয়ে দুই পা ভাঙা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি বুধবার বিকেলে শহরের কালিকাপুর হাফেজিয়া মাদ্রাসার সামনে ঘটে। আহত ইউনুস মণ্ডল কালিকাপুর গ্রামের মৃত তোয়াজ মণ্ডলের ছেলে।

আহতের ছোট ভাই ফিরোজ মণ্ডল বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় দুইজনকে আসামি করে লিখিত অভিযোগ করেছেন।

আহত ইউনুস মণ্ডল জানান, বুধবার সকালে একই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জেরে বিকেলে নবগঙ্গা নদীতে গোসল করতে যাওয়ার পথে রবির সঙ্গে তার ভাই আশরাফ হোসেন তার পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তার দুই পা ভাঙে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঝিনাইদহে রাজমিস্ত্রির হেলপারের দুই পা ভাঙলো প্রতিপক্ষ

সর্বশেষ আপডেট ১২:৩০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ঝিনাইদহে মাদক বিক্রেতা সাফি মিয়ার ছেলে রবির সঙ্গে বিবাদের জেরে ইউনুস মণ্ডল (৪৫) নামে এক রাজমিস্ত্রির হেলপারকে কুপিয়ে ও পিটিয়ে দুই পা ভাঙা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি বুধবার বিকেলে শহরের কালিকাপুর হাফেজিয়া মাদ্রাসার সামনে ঘটে। আহত ইউনুস মণ্ডল কালিকাপুর গ্রামের মৃত তোয়াজ মণ্ডলের ছেলে।

আহতের ছোট ভাই ফিরোজ মণ্ডল বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় দুইজনকে আসামি করে লিখিত অভিযোগ করেছেন।

আহত ইউনুস মণ্ডল জানান, বুধবার সকালে একই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জেরে বিকেলে নবগঙ্গা নদীতে গোসল করতে যাওয়ার পথে রবির সঙ্গে তার ভাই আশরাফ হোসেন তার পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তার দুই পা ভাঙে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”