ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০
- সর্বশেষ আপডেট ০৩:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 93
ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে হওয়া এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুইজন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিএনপি নেতা শাহাবুর মোল্লার সমর্থক আল-আমিন ও জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এক পর্যায়ে তা রাজনৈতিক বিরোধে রূপ নেয় এবং দুই পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় দুইটি বাড়িতে ভাঙচুরও হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুরসন্দি এলাকায় দীর্ঘদিন ধরে শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। শাহাবুর মোল্লার দলে আনুষ্ঠানিক কোনো পদ না থাকলেও স্থানীয়ভাবে তিনি প্রভাবশালী হিসেবে পরিচিত। অপরদিকে জাহিদ বিশ্বাস ফুরসন্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। গ্রামে প্রভাব বিস্তারের বিষয়টি কয়েক মাস ধরে উত্তেজনা বাড়িয়ে তুলেছে।
অভিযোগ রয়েছে—৫ আগস্টের ঘটনার পর শাহাবুর মোল্লার গ্রুপে স্থানীয় আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য যোগ দিয়েছেন। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগের কিছু কর্মী বিএনপিতে যুক্ত হয়ে এলাকাজুড়ে বিশৃঙ্খলা বাড়াচ্ছেন।
জাহিদ বিশ্বাস অভিযোগ করেন, “শাহাবুর মোল্লার সঙ্গে আওয়ামী লীগের অনেকে যুক্ত হয়েছে। কেউ বিএনপিতে আসলে সমস্যা নেই, কিন্তু দলে এসে সংঘর্ষ সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়।”
শাহাবুর মোল্লার বক্তব্য পাওয়া না গেলেও তার অন্যতম সমর্থক ইউপি সদস্য ওহাব মোল্লা বলেন, “আমি ইউপি সদস্য, চেয়ারম্যানের ডাকে কাজ করতে হয়। তবে আমি দীর্ঘদিনের বিএনপি সমর্থক।”
ঘটনার বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সামাজিক বিরোধ থেকেই রাজনৈতিক দুই পক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।”


































