সিআইডির হাতে গ্রেপ্তার
জোসনার নেতৃত্বে ভুয়া নিয়োগ ও বিদেশগমন বাণিজ্য
- সর্বশেষ আপডেট ০২:৫৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / 68
সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার নাম করে এবং বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা জোসনা খাতুনকে (৩৫) গ্রেপ্তার করেছে সিআইডি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকা থেকে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম তাকে আটক করে। নড়াইল জেলার দলজিৎপুর গ্রামের বাসিন্দা জোসনা দীর্ঘদিন ধরে এই প্রতারণা চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন। বিষয়টি সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তদন্তে বেরিয়ে এসেছে, ভুক্তভোগীদের বিদেশে মোটা অঙ্কের বেতনের চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিত চক্রটি। পরে জাল ভিসা ধরিয়ে দেওয়া হতো এবং অনেকের পাসপোর্ট আটকে রেখে হয়রানি করা হতো। শুধু বিদেশগমন নয়, সরকারি উচ্চপদে বসানোর আশ্বাস দিয়েও তারা অর্থ আদায় করত।
চক্রটির কার্যক্রম রাজধানীর বাইরেও ছড়িয়ে ছিল। ফরিদপুর, নড়াইল, নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় তাদের নেটওয়ার্ক সক্রিয় ছিল বলে জানা গেছে।
এই প্রতারণার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় জোসনা খাতুন পল্টন থানার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। মামলাটি গত ২ জুলাই দায়ের করা হয়, যেখানে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় অভিযোগ আনা হয়েছে। এর আগে একই মামলায় চক্রের আরেক সদস্য মিলন মিয়া (৪২) গ্রেপ্তার হয়েছিলেন।
































