জোড়া গোলে নায়ক ব্রাজিলিয়ান, চ্যাম্পিয়ন নাপোলি
- সর্বশেষ আপডেট ০৭:১৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 115
গত বছরের হতাশা কাটিয়ে ইতালিয়ান সুপার কাপ জয়ের আনন্দে ভাসল নাপোলি। এক বছর আগে ইন্টার মিলানের কাছে হেরে শিরোপা হাতছাড়া হলেও এবার আর ভুল করেনি আন্তোনিও কন্তের শিষ্যরা। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ফাইনালে বোলোনিয়াকে ২–০ গোলে হারিয়ে ট্রফি নিজেদের করে নেয় বর্তমান সিরি ‘আ’ চ্যাম্পিয়নরা।
সোমবার রাতে আল-আওয়াল পার্কে অনুষ্ঠিত ফাইনালে নাপোলির জয়ের নায়ক ছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার ডেভিড নেরেস। দলের হয়ে দুটি গোলই করেন তিনি। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রাখে নাপোলি।
ম্যাচের ৩৯ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে দেন নেরেস। প্রায় ২৫ মিটার দূর থেকে বাঁ পায়ের বাঁকানো শট সরাসরি জালের কোণায় ঢুকে পড়ে, যা দর্শকদের মুগ্ধ করে। এই গোলেই প্রথমার্ধে লিড নেয় কন্তের দল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে নাপোলি। ৬৫ মিনিটে বোলোনার গোলরক্ষক ফেদেরিকো রাভালিয়ার দুর্বল পাসের সুযোগ কাজে লাগান নেরেস। জন লুকুমির দিকে দেওয়া বল কেড়ে নিয়ে ঠান্ডা মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
২০২৪ সালের আগস্টে বেনফিকা থেকে নাপোলিতে যোগ দেওয়ার পর এটি নেরেসের দ্বিতীয় জোড়া গোল। চলতি ইতালিয়ান সুপার কাপে মোট তিনটি গোল করে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
শেষ পর্যন্ত ২–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নাপোলি। এই জয়ের মাধ্যমে ক্লাব ইতিহাসে তৃতীয়বারের মতো ইতালিয়ান সুপার কাপ জিতল নেপলসের দলটি। এর আগে ১৯৯০ ও ২০১৪ সালে ট্রফি জিতেছিল তারা।
সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ নয় ম্যাচের মধ্যে সাতটিতে জয় পেল কন্তের দল, যা তাদের দুর্দান্ত ফর্মেরই প্রমাণ।


































