জোটের জন্য ২৮ আসন খালি রাখল বিএনপি
- সর্বশেষ আপডেট ১২:০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 86
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি তাদের দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
এর আগে ৩ নভেম্বর প্রথম ধাপে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। পরদিন মাদারীপুর–১ আসনে ঘোষিত প্রার্থী কামাল জামাল মোল্লার মনোনয়ন স্থগিত করে দলটি। এবার সেই আসনেও নতুন প্রার্থী দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ২৭২ আসনে বিএনপির প্রার্থী তালিকা সম্পন্ন হলো।
বাকি ২৮টি আসনের তালিকা পরে প্রকাশ করা হবে বলে জানান মহাসচিব। তাঁর ভাষায়, বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান রয়েছে এবং কিছু আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আরও সময় লাগবে।
বিএনপির অবশিষ্ট ২৮ আসন থেকে জোটের পক্ষ থেকে যাদের নাম শোনা যাচ্ছে—
পিরোজপুর-১: মোস্তফা জামাল হায়দার (জাতীয় পার্টি জাফর)
বগুড়া-২: মাহমুদুর রহমান মান্না (নাগরিক ঐক্য)
ঢাকা-১৭: আন্দালিব রহমান পার্থ (বিজেপি)
লক্ষ্মীপুর-১: শাহাদাত হোসেন সেলিম (এলডিপি)
লক্ষ্মীপুর-৪: তানিয়া রব (জেএসডি সভাপতি আ স ম রবের স্ত্রী)
ঢাকা-১৩: ববি হাজ্জাজ (এনডিএম)
ব্রাহ্মণবাড়িয়া-৬: জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন)
চট্টগ্রাম-১৪: অধ্যাপক ওমর ফারুক (কর্নেল অলি আহমদের ছেলে)
কুমিল্লা-৭: ড. রেদোয়ান আহমেদ (এলডিপি)
পটুয়াখালী-৩: নুরুল হক নুর (গণঅধিকার পরিষদ)
ঝিনাইদহ-২: রাশেদ খান (গণঅধিকার পরিষদ)
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাদের মধ্যেও কয়েকজন বিভিন্ন আসনে মনোনয়ন প্রত্যাশী।































