ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জোটার মৃত্যুতে স্তব্ধ রোনালদো, শোক জানালেন জামাল

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 189

জোটার মৃত্যুতে স্তব্ধ রোনালদো, শোক জানালেন জামাল

মাত্র কিছুদিন আগে জাতীয় দলে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছিলেন ডিয়োগো জোটা। নেশন্স লিগ জয়ের আনন্দে মাতিয়েছিলেন গোটা দেশকে। কিন্তু হঠাৎই সেই সতীর্থ আর নেই—জীবনের অবসান ঘটেছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায়।

বৃহস্পতিবার স্পেনের জামোরা প্রদেশে এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের ফরোয়ার্ড ডিয়োগো জোটা। দুর্ঘটনায় তার ভাই আন্দ্রে সিলভাও মারা গেছেন, যিনি পর্তুগালের ক্লাব পেনাফিয়েলে খেলতেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জামোরা প্রদেশের সানাব্রিয়া অঞ্চলে গাড়িটি রাস্তার বাইরে গিয়ে আগুন ধরে যায়। দুই ভাই ঘটনাস্থলেই প্রাণ হারান।

জোতা মাত্র দুই সপ্তাহ আগে দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেছিলেন। নতুন জীবন শুরু করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে। জোতা বিয়ের ছবি ২৮ জুন শেয়ার করেছিলেন, আর স্ত্রী রুতে একটি ভিডিও পোস্ট করেছিলেন দুর্ঘটনার একদিন আগে।

জোটার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “এর কোনো মানে হয় না। আমরা দীর্ঘদিন জাতীয় দলে ছিলাম একসঙ্গে। তুমি তো এখনই বিয়ে করেছিলে। তোমার স্ত্রী, সন্তান ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। শান্তিতে ঘুমাও, ডিয়োগো ও আন্দ্রে। আমরা তোমাদের মিস করব।”

পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোও শোকপ্রকাশ করেছেন এবং বলেছে, “ডিয়োগো জোটা ও তার ভাইয়ের মৃত্যু হৃদয়বিদারক এবং অপ্রত্যাশিত। তাদের পরিবারে গভীর সমবেদনা জানাই। আজ ফুটবল ও ক্রীড়াঙ্গনের জন্য শোকের দিন।”

এফসি পোর্তো ক্লাবও শোক প্রকাশ করেছে। ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, “ডিয়োগো জোতা এবং আমাদের যুব দলের খেলোয়াড় আন্দ্রে সিলভার মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। শান্তিতে বিশ্রাম নাও।”

শোক জানালেন জামাল
শোক জানালেন জামাল

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “শান্তিতে থেকো ডিয়োগো জোটা (১৯৯৬-২০২৫)। সম্প্রতি সে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ এবং পর্তুগালের হয়ে নেশন্স লিগ জয় করেছিল। ভাইসহ সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় খুব দুঃখিত।”

রোনালদো ও জামালের মতোই পুরো বিশ্ব ফুটবল আজ শোকাহত। ক্যারিয়ারের সেরা সময়ে থাকা এই প্রতিভাবান ফুটবলারের আকস্মিক প্রস্থানে পুরো ক্রীড়াঙ্গন স্তব্ধ হয়ে গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জোটার মৃত্যুতে স্তব্ধ রোনালদো, শোক জানালেন জামাল

সর্বশেষ আপডেট ০৮:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

মাত্র কিছুদিন আগে জাতীয় দলে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছিলেন ডিয়োগো জোটা। নেশন্স লিগ জয়ের আনন্দে মাতিয়েছিলেন গোটা দেশকে। কিন্তু হঠাৎই সেই সতীর্থ আর নেই—জীবনের অবসান ঘটেছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায়।

বৃহস্পতিবার স্পেনের জামোরা প্রদেশে এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের ফরোয়ার্ড ডিয়োগো জোটা। দুর্ঘটনায় তার ভাই আন্দ্রে সিলভাও মারা গেছেন, যিনি পর্তুগালের ক্লাব পেনাফিয়েলে খেলতেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জামোরা প্রদেশের সানাব্রিয়া অঞ্চলে গাড়িটি রাস্তার বাইরে গিয়ে আগুন ধরে যায়। দুই ভাই ঘটনাস্থলেই প্রাণ হারান।

জোতা মাত্র দুই সপ্তাহ আগে দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেছিলেন। নতুন জীবন শুরু করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে। জোতা বিয়ের ছবি ২৮ জুন শেয়ার করেছিলেন, আর স্ত্রী রুতে একটি ভিডিও পোস্ট করেছিলেন দুর্ঘটনার একদিন আগে।

জোটার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “এর কোনো মানে হয় না। আমরা দীর্ঘদিন জাতীয় দলে ছিলাম একসঙ্গে। তুমি তো এখনই বিয়ে করেছিলে। তোমার স্ত্রী, সন্তান ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। শান্তিতে ঘুমাও, ডিয়োগো ও আন্দ্রে। আমরা তোমাদের মিস করব।”

পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোও শোকপ্রকাশ করেছেন এবং বলেছে, “ডিয়োগো জোটা ও তার ভাইয়ের মৃত্যু হৃদয়বিদারক এবং অপ্রত্যাশিত। তাদের পরিবারে গভীর সমবেদনা জানাই। আজ ফুটবল ও ক্রীড়াঙ্গনের জন্য শোকের দিন।”

এফসি পোর্তো ক্লাবও শোক প্রকাশ করেছে। ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, “ডিয়োগো জোতা এবং আমাদের যুব দলের খেলোয়াড় আন্দ্রে সিলভার মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। শান্তিতে বিশ্রাম নাও।”

শোক জানালেন জামাল
শোক জানালেন জামাল

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “শান্তিতে থেকো ডিয়োগো জোটা (১৯৯৬-২০২৫)। সম্প্রতি সে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ এবং পর্তুগালের হয়ে নেশন্স লিগ জয় করেছিল। ভাইসহ সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় খুব দুঃখিত।”

রোনালদো ও জামালের মতোই পুরো বিশ্ব ফুটবল আজ শোকাহত। ক্যারিয়ারের সেরা সময়ে থাকা এই প্রতিভাবান ফুটবলারের আকস্মিক প্রস্থানে পুরো ক্রীড়াঙ্গন স্তব্ধ হয়ে গেছে।