ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জোটার মৃত্যুতে বিশ্ব ফুটবল অঙ্গনে শোকের ছায়া

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 158

বিশ্ব ফুটবল অঙ্গনে শোকের ছায়া। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পর্তুগাল ও লিভারপুলের ফরোয়ার্ড ডিয়োগো জোটা। মাত্র ২৮ বছর বয়সে জীবনাবসান হলো এই প্রতিভাবান ফুটবলারের।

স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, স্পেনের জামোরা প্রদেশের সারনাদিল্লা এলাকায় একটি হাইওয়েতে ভোরে গাড়ি দুর্ঘটনায় তিনি এবং তার ভাই আন্দ্রে সিলভা মারা যান। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়লে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

জোটার ভাই আন্দ্রে সিলভাও পেশাদার ফুটবলার ছিলেন। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলের হয়ে খেলতেন। তবে কে গাড়ি চালাচ্ছিলেন, সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মাত্র দুই সপ্তাহ আগে (২২ জুন) শৈশবের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেছিলেন জোটা। তাদের রয়েছে তিন সন্তান। ২৮ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি পোস্ট করেছিলেন তিনি। মৃত্যুর মাত্র একদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে জোটা বলেছিলেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ।’

জোটার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। সংস্থার সভাপতি পেদ্রো প্রোএঞ্জা এক বিবৃতিতে বলেন, “ডিয়োগো শুধু দুর্দান্ত একজন খেলোয়াড়ই নন, ছিলেন দারুণ একজন মানুষও। জাতীয় দলের হয়ে প্রায় ৫০টি ম্যাচ খেলেছেন। তার হাসিমুখ, নিষ্ঠা ও প্রাণবন্ততা চিরস্মরণীয় হয়ে থাকবে।”

২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দেন জোটা। এরপরই জার্গেন ক্লপের অধীনে লিভারপুলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন। সদ্য সমাপ্ত মৌসুমে ক্লাবের শিরোপা জয়ে বড় অবদান ছিল তার; তিনি ২৬টি ম্যাচ খেলেছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জোটার মৃত্যুতে বিশ্ব ফুটবল অঙ্গনে শোকের ছায়া

সর্বশেষ আপডেট ০৩:৩৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

বিশ্ব ফুটবল অঙ্গনে শোকের ছায়া। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পর্তুগাল ও লিভারপুলের ফরোয়ার্ড ডিয়োগো জোটা। মাত্র ২৮ বছর বয়সে জীবনাবসান হলো এই প্রতিভাবান ফুটবলারের।

স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, স্পেনের জামোরা প্রদেশের সারনাদিল্লা এলাকায় একটি হাইওয়েতে ভোরে গাড়ি দুর্ঘটনায় তিনি এবং তার ভাই আন্দ্রে সিলভা মারা যান। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়লে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

জোটার ভাই আন্দ্রে সিলভাও পেশাদার ফুটবলার ছিলেন। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলের হয়ে খেলতেন। তবে কে গাড়ি চালাচ্ছিলেন, সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মাত্র দুই সপ্তাহ আগে (২২ জুন) শৈশবের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেছিলেন জোটা। তাদের রয়েছে তিন সন্তান। ২৮ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি পোস্ট করেছিলেন তিনি। মৃত্যুর মাত্র একদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে জোটা বলেছিলেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ।’

জোটার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। সংস্থার সভাপতি পেদ্রো প্রোএঞ্জা এক বিবৃতিতে বলেন, “ডিয়োগো শুধু দুর্দান্ত একজন খেলোয়াড়ই নন, ছিলেন দারুণ একজন মানুষও। জাতীয় দলের হয়ে প্রায় ৫০টি ম্যাচ খেলেছেন। তার হাসিমুখ, নিষ্ঠা ও প্রাণবন্ততা চিরস্মরণীয় হয়ে থাকবে।”

২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দেন জোটা। এরপরই জার্গেন ক্লপের অধীনে লিভারপুলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন। সদ্য সমাপ্ত মৌসুমে ক্লাবের শিরোপা জয়ে বড় অবদান ছিল তার; তিনি ২৬টি ম্যাচ খেলেছিলেন।