ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জেন-জি আন্দোলনে মাদাগাস্কারে সরকারের পতন

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / 115

জেন-জি আন্দোলনে মাদাগাস্কারে সরকারের পতন

তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ এবার কাঁপিয়ে দিল পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারকে। বিদ্যুৎ ও পানির সংকট ঘিরে দেশজুড়ে ছড়িয়ে পড়া প্রতিবাদের মুখে প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দেন।

রাজোয়েলিনা বলেন, “সরকারের ব্যর্থতার দায় আমি নিচ্ছি। আমার মন্ত্রিসভার কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার জন্য আমিই দায়ী। আমি দুঃখিত।”

প্রথমে রাজধানী আন্তানানারিভোতে ‘জেন-জি’ ব্যানারে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। পরে তা আটটি শহরে ছড়িয়ে পড়ে। আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনী বল প্রয়োগ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এতে অন্তত ২২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট। কিন্তু তাতে ক্ষোভ প্রশমিত না হয়ে আন্দোলনকারীরা সরাসরি সরকারের পদত্যাগ দাবি করে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়ে পুরো মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দেন রাজোয়েলিনা।

মাদাগাস্কার স্বাধীনতা অর্জন করে ১৯৬০ সালে। এরপর থেকে দেশটি একাধিকবার রাজনৈতিক অস্থিরতা ও বিদ্রোহের মুখে পড়েছে। ২০০৯ সালে জনঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানাকে সরিয়ে ক্ষমতায় আসেন অ্যান্ড্রি রাজোয়েলিনা। এবার আবারও তরুণদের আন্দোলনের মুখে তার সরকার টালমাটাল হয়ে পড়ল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জেন-জি আন্দোলনে মাদাগাস্কারে সরকারের পতন

সর্বশেষ আপডেট ০৯:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ এবার কাঁপিয়ে দিল পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারকে। বিদ্যুৎ ও পানির সংকট ঘিরে দেশজুড়ে ছড়িয়ে পড়া প্রতিবাদের মুখে প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দেন।

রাজোয়েলিনা বলেন, “সরকারের ব্যর্থতার দায় আমি নিচ্ছি। আমার মন্ত্রিসভার কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার জন্য আমিই দায়ী। আমি দুঃখিত।”

প্রথমে রাজধানী আন্তানানারিভোতে ‘জেন-জি’ ব্যানারে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। পরে তা আটটি শহরে ছড়িয়ে পড়ে। আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনী বল প্রয়োগ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এতে অন্তত ২২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট। কিন্তু তাতে ক্ষোভ প্রশমিত না হয়ে আন্দোলনকারীরা সরাসরি সরকারের পদত্যাগ দাবি করে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়ে পুরো মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দেন রাজোয়েলিনা।

মাদাগাস্কার স্বাধীনতা অর্জন করে ১৯৬০ সালে। এরপর থেকে দেশটি একাধিকবার রাজনৈতিক অস্থিরতা ও বিদ্রোহের মুখে পড়েছে। ২০০৯ সালে জনঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানাকে সরিয়ে ক্ষমতায় আসেন অ্যান্ড্রি রাজোয়েলিনা। এবার আবারও তরুণদের আন্দোলনের মুখে তার সরকার টালমাটাল হয়ে পড়ল।