ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 144

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ

বিএনপি যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পর ৩০ জুলাই সংশোধনসহ জবাব দিয়েছে বিএনপি এবং সনদ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করেছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে সবাইকে আহ্বান জানান তিনি।

সোমবার (৪ আগস্ট) গুলশানে নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের রাজনৈতিক ও ঐতিহাসিক মূল্য রয়েছে। ঘোষণাপত্রে প্রস্তাবিত ১৯টি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বিএনপি ১২টিতে একমত হয়েছে এবং ৭টিতে নোট অব ডিসেন্ট বা দ্বিমত প্রকাশ করেছে।’ তিনি বলেন, ‘বিএনপি জুলাই ঘোষণাপত্রের সংশোধনী ইতোমধ্যে দিয়েছে, কিন্তু যদি তা গ্রহণযোগ্য না হয় তাহলে আমরা পরবর্তী করণীয় সম্পর্কে প্রতিক্রিয়া জানাবো।’

সালাহউদ্দিন আরও জানান, ‘কিছু মহল বলছে বিএনপি সনদে স্বাক্ষর করতে আগ্রহী নয়, বা সহযোগিতা করছে না, কিন্তু এ বিষয়ে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তুলতে বিএনপি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে।’

তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে দেওয়া হবে। এছাড়া ২৬ মার্চের প্রসঙ্গকে নিয়ে বিএনপির কিছু দ্বিমত রয়েছে, যা আলোচনার বিষয়।’

জুলাই ঘোষণাপত্রের প্রকাশ অনুষ্ঠানে বিএনপি এখনও দাওয়াত পাননি জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখনও আনুষ্ঠানিকভাবে ওই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ডাকা হয়নি।’

সালাহউদ্দিন আহমদের এই বক্তব্য রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে যখন বিভিন্ন রাজনৈতিক দল ও অংশগ্রহণকারীদের মধ্যে ঐক্য ও সমঝোতার প্রশ্ন উঠছে। বিএনপির স্পষ্ট অবস্থান ও সহযোগিতার প্রতিশ্রুতি আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমাতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি

সর্বশেষ আপডেট ০৩:৩৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

বিএনপি যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পর ৩০ জুলাই সংশোধনসহ জবাব দিয়েছে বিএনপি এবং সনদ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করেছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে সবাইকে আহ্বান জানান তিনি।

সোমবার (৪ আগস্ট) গুলশানে নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের রাজনৈতিক ও ঐতিহাসিক মূল্য রয়েছে। ঘোষণাপত্রে প্রস্তাবিত ১৯টি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বিএনপি ১২টিতে একমত হয়েছে এবং ৭টিতে নোট অব ডিসেন্ট বা দ্বিমত প্রকাশ করেছে।’ তিনি বলেন, ‘বিএনপি জুলাই ঘোষণাপত্রের সংশোধনী ইতোমধ্যে দিয়েছে, কিন্তু যদি তা গ্রহণযোগ্য না হয় তাহলে আমরা পরবর্তী করণীয় সম্পর্কে প্রতিক্রিয়া জানাবো।’

সালাহউদ্দিন আরও জানান, ‘কিছু মহল বলছে বিএনপি সনদে স্বাক্ষর করতে আগ্রহী নয়, বা সহযোগিতা করছে না, কিন্তু এ বিষয়ে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তুলতে বিএনপি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে।’

তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে দেওয়া হবে। এছাড়া ২৬ মার্চের প্রসঙ্গকে নিয়ে বিএনপির কিছু দ্বিমত রয়েছে, যা আলোচনার বিষয়।’

জুলাই ঘোষণাপত্রের প্রকাশ অনুষ্ঠানে বিএনপি এখনও দাওয়াত পাননি জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখনও আনুষ্ঠানিকভাবে ওই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ডাকা হয়নি।’

সালাহউদ্দিন আহমদের এই বক্তব্য রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে যখন বিভিন্ন রাজনৈতিক দল ও অংশগ্রহণকারীদের মধ্যে ঐক্য ও সমঝোতার প্রশ্ন উঠছে। বিএনপির স্পষ্ট অবস্থান ও সহযোগিতার প্রতিশ্রুতি আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমাতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।