জুলাই যোদ্ধা তামিমের বাবাকে জীবিত উদ্ধার
- সর্বশেষ আপডেট ১১:৪৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 79
মেহেরপুরে এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও এনসিপির জেলা কমিটির সদস্য তামিম ইসলামের বাবা কামরুল ইসলামকে জীবিত উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবি সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে চুয়াডাঙ্গার দর্শণা থানার শ্যামপুর জোড়া বটতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে কামরুল ইসলামকে উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারে উদ্বেগ তৈরি হয়। পরে তার ছেলে তামিম ইসলাম ১০ ডিসেম্বর মেহেরপুর সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে জেলাজুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ডিবির ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল ইসলাম বলেছেন, তিনি ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তবে এ ঘটনায় কোনো অপরাধমূলক বিষয় জড়িত আছে কি না, তা যাচাই করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কামরুল ইসলাম উদ্ধার হওয়ার খবরে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন। এনসিপি নেতা তামিম ইসলাম বলেন, তার বাবাকে সুস্থ অবস্থায় উদ্ধার করায় তিনি মেহেরপুর জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করায় গণমাধ্যমগুলোকেও ধন্যবাদ জানান তিনি। উদ্ধার হওয়ার পর মেহেরপুর সদর থানায় করা আগের জিডিটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।



































