জুলাই যোদ্ধা’ ও পুলিশের সংঘর্ষ, ভাঙচুর-ধাওয়া-পাল্টা ধাওয়া
- সর্বশেষ আপডেট ০৩:৫১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / 124
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দেয় পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে আন্দোলনকারীরা সংসদ ভবন এলাকা থেকে বের হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি, ট্রাক ও বাসে ভাঙচুর চালায়। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ভাঙচুরের সময় পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা ইট-পাটকেল ছুড়ে পাল্টা আক্রমণ চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা যায়।
সংসদের দক্ষিণ গেটের সামনে থাকা তাবু ও মূল সড়কের কয়েকটি স্থানে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এরপর দুপুর ২টা ১০ মিনিটের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। বর্তমানে সংসদ ভবন এলাকা ও আশপাশের সড়কগুলো পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এদিকে খামারবাড়ি সড়কেও টানটান উত্তেজনা বিরাজ করছে; সেখানেও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে সকাল ১০টার দিকে বিভিন্ন দাবিতে ‘জুলাই শহীদ পরিবার ও আহত’ সদস্যরা জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান নেন, যা থেকে পরে সংঘর্ষের সূত্রপাত হয়।
































