ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি সম্ভব: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 246

অধ্যাপক আলী রিয়াজ (ফাইল ফটো)

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আসন্ন জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ প্রস্তুত করা সম্ভব হবে। মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত দ্বিতীয় দফার সংলাপে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনাটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে পূর্ববর্তী অসমাপ্ত সংলাপ সম্পন্ন করার উদ্দেশ্যে আয়োজিত হয়। কমিশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো ৩০টি দল ও জোটের মধ্যে জামায়াত ছাড়া বাকি ২৯টির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলী রীয়াজ বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন দৃঢ় সংকল্পে অটল যে আমরা জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরি করতে পারব। দলগুলোর আন্তরিক সহযোগিতা আমাদের এই পথে এগিয়ে যেতে সহায়তা করছে।” তিনি আরও যোগ করেন, “সব বিষয়ে একমত হওয়া সম্ভব নাও হতে পারে, তবে জাতীয় স্বার্থে কিছুটা ছাড় দিয়ে ঐকমত্যে পৌঁছানো জরুরি।”

সংলাপে সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গঠন, নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রস্তাবনা, প্রধান বিচারপতি নিয়োগ পদ্ধতি প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার অংশ হিসেবে উঠে আসে।

এই দফার সংলাপ ১৭, ১৮ এবং ১৯ জুন পর্যন্ত চলবে। বৈঠকে কমিশনের অন্যান্য সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, মুয়ীদ চৌধুরী, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

উল্লেখ্য, এর আগে প্রথম দফার সংলাপ ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে কমিশন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি সম্ভব: আলী রীয়াজ

সর্বশেষ আপডেট ০২:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আসন্ন জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ প্রস্তুত করা সম্ভব হবে। মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত দ্বিতীয় দফার সংলাপে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনাটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে পূর্ববর্তী অসমাপ্ত সংলাপ সম্পন্ন করার উদ্দেশ্যে আয়োজিত হয়। কমিশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো ৩০টি দল ও জোটের মধ্যে জামায়াত ছাড়া বাকি ২৯টির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলী রীয়াজ বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন দৃঢ় সংকল্পে অটল যে আমরা জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরি করতে পারব। দলগুলোর আন্তরিক সহযোগিতা আমাদের এই পথে এগিয়ে যেতে সহায়তা করছে।” তিনি আরও যোগ করেন, “সব বিষয়ে একমত হওয়া সম্ভব নাও হতে পারে, তবে জাতীয় স্বার্থে কিছুটা ছাড় দিয়ে ঐকমত্যে পৌঁছানো জরুরি।”

সংলাপে সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গঠন, নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রস্তাবনা, প্রধান বিচারপতি নিয়োগ পদ্ধতি প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার অংশ হিসেবে উঠে আসে।

এই দফার সংলাপ ১৭, ১৮ এবং ১৯ জুন পর্যন্ত চলবে। বৈঠকে কমিশনের অন্যান্য সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, মুয়ীদ চৌধুরী, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

উল্লেখ্য, এর আগে প্রথম দফার সংলাপ ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে কমিশন।