জুবিন গার্গের মৃত্যু ঘিরে উত্তপ্ত আসাম
- সর্বশেষ আপডেট ১২:০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / 167
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় ৫২ বছর বয়সী আসামের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের মৃত্যু হয়েছে। এরপর থেকে আসামে শোক এবং উত্তেজনা বিরাজ করছে। জুবিনের মৃত্যুর সঙ্গে ‘অস্বাভাবিক ঘটনা’ যুক্ত থাকার অভিযোগে তাঁর স্ত্রী গরিমা গার্গ ও ভক্তরা হত্যার ইঙ্গিত জানিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা একটি বিশেষ তদন্ত দল গঠন করেছেন।
গতকাল বুধবার আসামে পরিস্থিতি তীব্রভাবে উত্তপ্ত হয়, যখন তদন্তে গ্রেপ্তার পাঁচ অভিযুক্তকে জেলা কারাগারে আনা হয়। জেলের বাইরে উপস্থিত ভক্তরা ‘জাস্টিস ফর জুবিন’ স্লোগান দিতে দিতে সহিংসতা শুরু করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আকাশে গুলি ছুঁড়েন এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, এবং অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
গ্রেপ্তার পাঁচজনের মধ্যে রয়েছেন সংগঠক শ্যামকানু মহন্ত, গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, চাচাতো ভাই ও বরখাস্ত এপিএস কর্মকর্তা সন্দীপন গার্গ এবং দুই নিরাপত্তাকর্মী। বিচারক তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সহিংসতার তীব্র নিন্দা জানান এবং সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, কিছু রাজনৈতিক মহল জুবিনের মৃত্যুকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টি করছে এবং যারা সহিংসতা উসকে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, রাজ্যজুড়ে ভক্তরা শোক ও ক্ষোভ প্রকাশ করছেন। বিভিন্ন স্থানে মোমবাতি মিছিল ও নীরব প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তারা ‘ন্যায় চাই, সত্য প্রকাশ হোক’ দাবি জানাচ্ছেন।
































