ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, না ফিরলে যা করবে ইনকিলাব মঞ্চ

ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ আপডেট ০৪:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / 134

কবি নজরুলের সমাধির পাশে হাদির দাফন

সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অস্ত্রোপচার করার অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বিবৃতিতে সংগঠনটি দেশবাসীর কাছে ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করেছে।

বিবৃতিতে বলা হয়, “আপনারা দোয়া করুন, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসিব করেন।” একই সঙ্গে সংগঠনটি দাবি করে, যদি ওসমান হাদি মৃত্যুবরণ করেন, তাহলে তাকে ‘শহিদের কাতারে শামিল’ হিসেবে বিবেচনা করা হবে।

এমন পরিস্থিতিতে ওসমান হাদির মৃত্যু হলে সারাদেশের স্বাধীনতাকামী ও নিপীড়িত জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতের দাবিতে রাজধানীর শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বিবৃতিতে আরও বলা হয়, “খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং প্রয়োজনে পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে।”

সংগঠনটি দাবি করে, অভিযুক্ত খুনি যদি ভারতে পালিয়ে যায়, তবে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় অবস্থানকালে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। ঘটনার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, না ফিরলে যা করবে ইনকিলাব মঞ্চ

সর্বশেষ আপডেট ০৪:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অস্ত্রোপচার করার অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বিবৃতিতে সংগঠনটি দেশবাসীর কাছে ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করেছে।

বিবৃতিতে বলা হয়, “আপনারা দোয়া করুন, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসিব করেন।” একই সঙ্গে সংগঠনটি দাবি করে, যদি ওসমান হাদি মৃত্যুবরণ করেন, তাহলে তাকে ‘শহিদের কাতারে শামিল’ হিসেবে বিবেচনা করা হবে।

এমন পরিস্থিতিতে ওসমান হাদির মৃত্যু হলে সারাদেশের স্বাধীনতাকামী ও নিপীড়িত জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতের দাবিতে রাজধানীর শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বিবৃতিতে আরও বলা হয়, “খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং প্রয়োজনে পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে।”

সংগঠনটি দাবি করে, অভিযুক্ত খুনি যদি ভারতে পালিয়ে যায়, তবে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় অবস্থানকালে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। ঘটনার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন রয়েছেন।