এবার জি-২০ সম্মেলন হবে যুক্তরাষ্ট্রে: ট্রাম্পের ঘোষণা
- সর্বশেষ আপডেট ১১:২৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / 306
দীর্ঘ দুই দশক পর আবারও যুক্তরাষ্ট্রে বসছে জি–২০ শীর্ষ সম্মেলন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ২০২৬ সালের এই সম্মেলনের ভেন্যু হবে মায়ামির কাছে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল ডোরাল রিসোর্ট।
এটি হবে ২০০৯ সালের পর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রথম জি–২০ সম্মেলন। আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠেয় এ সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহল থেকে শুরু করে কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মায়ামির এই স্থানটি আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হওয়ায় শীর্ষ সম্মেলনের জন্য উপযুক্ত। তার দাবি, সম্মেলন আয়োজন থেকে ব্যক্তিগতভাবে কোনো লাভবান হবেন না, বরং এটি হবে “অ্যাট–কস্ট” অর্থাৎ প্রয়োজনীয় খরচ অনুযায়ী পরিচালিত।
তবে ব্যক্তিগত মালিকানাধীন স্থানে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত ঘিরে সমালোচনাও শুরু হয়েছে। বিরোধীরা মনে করছেন, এতে রাষ্ট্রীয় দায়িত্ব ও ব্যক্তিগত ব্যবসার স্বার্থের মধ্যে স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হতে পারে।
এদিকে, মায়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তার মতে, এটি শহরের জন্য একটি বড় অর্থনৈতিক সুযোগ এবং বৈশ্বিক পরিচিতি বাড়ানোর মাধ্যম।
আগামী বছর দক্ষিণ আফ্রিকায় বসবে জি–২০ সম্মেলন। তবে সেখানকার বৈঠকে ট্রাম্পের পরিবর্তে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২৬ সালের এই সম্মেলন কূটনৈতিকভাবে দেশটির জন্য বিশেষ তাৎপর্য বহন করবে।
































