ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাহানারার অভিযোগ, বিসিবির চার কর্মকর্তা ওএসডি

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 76

জাহানারার অভিযোগ, বিসিবির চার কর্মকর্তা ওএসডি

সম্প্রতি বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চারজন কর্মকর্তাকে বিশেষ দায়িত্বে ‘ওএসডি’ করা হয়েছে।

ওএসডি করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন এবং কর্মকর্তা সারফরাজ বাবু।

বিসিবি সিইও নিয়াজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বোর্ড সেই সব ব্যক্তিদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে। বিষয়টি বোর্ড যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে।”

এই ঘটনায় প্রধান অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম, প্রাক্তন ম্যানেজার ও নির্বাচক, বর্তমানে চীনে অবস্থান করছেন।

জাহানারা শুক্রবার রাতে ফেসবুকে প্রকাশিত একটি পোস্টে এই অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বিসিবির তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানাচ্ছেন এবং যেকোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত আছেন।

শনিবার বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। সদস্য হিসেবে রয়েছেন নতুন নিযুক্ত বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাহানারার অভিযোগ, বিসিবির চার কর্মকর্তা ওএসডি

সর্বশেষ আপডেট ০৫:৪৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

সম্প্রতি বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চারজন কর্মকর্তাকে বিশেষ দায়িত্বে ‘ওএসডি’ করা হয়েছে।

ওএসডি করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন এবং কর্মকর্তা সারফরাজ বাবু।

বিসিবি সিইও নিয়াজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বোর্ড সেই সব ব্যক্তিদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে। বিষয়টি বোর্ড যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে।”

এই ঘটনায় প্রধান অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম, প্রাক্তন ম্যানেজার ও নির্বাচক, বর্তমানে চীনে অবস্থান করছেন।

জাহানারা শুক্রবার রাতে ফেসবুকে প্রকাশিত একটি পোস্টে এই অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বিসিবির তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানাচ্ছেন এবং যেকোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত আছেন।

শনিবার বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। সদস্য হিসেবে রয়েছেন নতুন নিযুক্ত বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।