জাহানারার অভিযোগ নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০৯:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / 459
জাতীয় নারী দলের পেসার জাহানারা আলম সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এবং যৌন হেনস্তার মতো গুরুতর অভিযোগ তুলে ধরেন। বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করা এই ক্রিকেটারের বক্তব্যে ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
জাহানারার অভিযোগের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে আজ শুক্রবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তিনি বলেন, “আমাদের দপ্তর থেকেও জাহানারার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যেহেতু বিষয়টি ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে, তিনি চাইলে সরকার তাকে পূর্ণ সহায়তা দেবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”
ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, “যৌন হয়রানির মতো ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য ভয়াবহ হুমকি। এমন অভিযোগ নতুন নয়—বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এ ধরনের বিষয় সামনে এসেছে। তবে এখন সময় এসেছে কঠোর পদক্ষেপ নেওয়ার। কেউ যেন এমন অপরাধ করে পার না পায়, সেটি নিশ্চিত করতে হবে।”
বিসিবির গঠিত তদন্ত কমিটি আগামী সপ্তাহে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে। ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগের যথাযথ তদন্ত ও প্রমাণ সংগ্রহের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে, বিশেষ করে নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা ও ন্যায্য পরিবেশ নিশ্চিত করার দাবিও নতুন করে জোরালো হয়েছে।































