ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:২৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 87

জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে আগামীকাল। শুক্রবার (৫ ডিসেম্বর) কাতার দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, শনিবার বিকেল ৫টার দিকে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাবে। বিমানটি জার্মান কোম্পানির হলেও এর ভাড়া, ট্রানজিট ও সব ধরনের আনুষ্ঠানিকতার দায়িত্ব কাতার সরকারই নিয়েছে। বিমানটির অবতরণের জন্য প্রয়োজনীয় অনুমতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় পৌঁছাতে পারেনি। নতুন সময় অনুযায়ী বিমানটি শনিবার দেশে আসার কথা।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ইতোমধ্যে দেশে ফিরেছেন। তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মেডিকেল বোর্ড যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী বলে বিবেচনা করে, তাহলে আগামী রোববার (৭ ডিসেম্বর) তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

সর্বশেষ আপডেট ০৫:২৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে আগামীকাল। শুক্রবার (৫ ডিসেম্বর) কাতার দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, শনিবার বিকেল ৫টার দিকে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাবে। বিমানটি জার্মান কোম্পানির হলেও এর ভাড়া, ট্রানজিট ও সব ধরনের আনুষ্ঠানিকতার দায়িত্ব কাতার সরকারই নিয়েছে। বিমানটির অবতরণের জন্য প্রয়োজনীয় অনুমতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় পৌঁছাতে পারেনি। নতুন সময় অনুযায়ী বিমানটি শনিবার দেশে আসার কথা।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ইতোমধ্যে দেশে ফিরেছেন। তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মেডিকেল বোর্ড যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী বলে বিবেচনা করে, তাহলে আগামী রোববার (৭ ডিসেম্বর) তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে।