প্যারোল না পাওয়া ছাত্রলীগ নেতা সাদ্দাম জামিন পেলেন
- সর্বশেষ আপডেট ০৫:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 18
বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দামকে হাইকোর্ট মানবিক বিবেচনায় ছয় মাসের জামিন দিয়েছে। এই সিদ্ধান্ত তার স্ত্রী ও শিশু সন্তান হারানোর তিনদিন পর আসে।
বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দাম হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। তিনি জানান, আদালত মানবিক বিবেচনায় জামিন অনুমোদন করেছেন।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গার গ্রামের বাড়িতে সাদ্দামের স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালী ঝুলন্ত অবস্থায় এবং তাদের ৯ মাসের শিশু সন্তান নাজিমের মৃতদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর শনিবার (২৪ জানুয়ারি) যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানের শেষবারের জন্য দেখা করার ব্যবস্থা করা হয়। কারা কর্তৃপক্ষ জানায়, মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে তার পরিবারের ছয় সদস্যকে কারা ফটকে প্রবেশ করতে দেওয়া হয় এবং সাদ্দামকে প্রায় পাঁচ মিনিট সময় দেওয়া হয় তাদের শেষবার দেখার জন্য।
সাদ্দাম গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। জামিন পাওয়ার পর তিনি মানবিক কারণে আংশিক মুক্তি পেলেন এবং আগামী ছয় মাসের জন্য আদালতের শর্তে মুক্ত থাকবেন।






































