নিয়োগ বাণিজ্য নিয়ে
জামালপুর হাসপাতালে ডাক্তারদের মারামারি
- সর্বশেষ আপডেট ০৫:৩৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 303
জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নিয়োগ বাণিজ্য নিয়ে একজন কর্তব্যরত চিকিৎসক মারধর করেছেন আরেক চিকিৎসককে। এ নিয়ে হাসপাতালজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী প্যাথলজি বিভাগের কর্মচারীরা জানান, হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. ইকরামুল হক হিটলু তাঁর চেম্বার থেকে উঠে এসে প্যাথলজি বিভাগের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম রনিকে মারধর করেন। এর প্রতিবাদে প্যাথলজি বিভাগের কর্মচারীসহ অন্যান্য বিভাগের কর্মীরা উত্তেজিত হয়ে কাজ বন্ধ করে দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।
ঘটনার বিষয়ে ডা. রনির কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি কিছু বলতে চাই না। যা বলার আমার কর্তৃপক্ষ বলবেন। তবে আমার সঙ্গে যা হয়েছে, সে বিষয়ে আমি ব্যক্তিগতভাবে মামলা করব।”
তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমার কারণে কোনো সাধারণ মানুষ যেন কষ্ট না পান। হাসপাতালের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।”
অন্যদিকে অভিযুক্ত ডা. ইকরামুল হক হিটলু তালুকদার বলেন, “রনির নেতৃত্বে হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগে দুর্নীতি ও অনিয়ম হচ্ছে। আমি ডা. রনির কক্ষে গিয়ে এসব বন্ধের দাবি জানালে তিনি আমাকে বের হয়ে যেতে বলেন। আমি প্রতিবাদ করলে হাতাহাতির ঘটনা ঘটে।”
































